নজরুল-বীক্ষা এবং আমি

নজরুল-বীক্ষা এবং আমি

২০১৩ সালের ’অমর একুশে গ্রন্থমেলা’ আমার জন্য বিশেষ এক গ্রন্থমেলা। অন্যান্য গ্রন্থমেলায় আমার প্রবেশ ঘটত শুধুমাত্র একজন পাঠক হিসেবে. কিন্তু এবার প্রবেশ করেছি লেখক হিসেবেও। সাহিত্যের প্রতি টান এবং লেখার মাধ্যমে সমাজ, সংসার, দেশকে বদলে দেয়ার অঙ্গীকার নিয়েই আমার লেখক জীবণের শুরু। অস্ত্রের চেয়ে কলমের শক্তি লক্ষগুণ- একথা বিশ্বাস করি মনেপ্রাণে। আর একারণেই কলম ধরা। আমার প্রথম সৃষ্টি ’অনুরণন’। কিন্তু মানুষের হৃদয় বড় দূর্ভেদ্য দূর্গ। সে হৃদয়ে সহজ প্রবেশ শুধুমাত্র ভাগ্যবানের পক্ষেই স্বম্ভব; আমার মত আম-জনতার না- এ কথা বুঝতে খুব বেশি সময় লাগল না। যে দুয়েকজন আমার উপন্যাস পড়ল, তারা প্রশংসা করল আর যারা আমার নাম জানে না, আমাকে চেনে না, তারা প্রত্যাখ্যান করল। এই প্রত্যাখ্যান এখনও অব্যাহত।