কণ্ঠশিল্পী রঙ্গলাল দেব চৌধুরী: একটি ভূমিকা
স্বর্গীয় রাসবিহারী দেব চৌধুরী ও স্বর্গীয়া সুবাসিনী দেব চৌধুরীর ঘর আলো করে এক শুভক্ষণে রঙ্গলাল দেব চৌধুরী পৃথিবীর মাটি স্পর্শ করেন। ক্যালেন্ডারের তারিখ মোতাবেক সেই শুভক্ষণটি ১৯৩৬ সালের ৭ জুলাই। জন্মসূত্রে রঙ্গলাল দেব মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার অধিবাসী। তাঁর পিতামহ রাধানাথ দেব চৌধুরী ছিলেন প্রভাবশালী ও প্রতিপত্তির অধিকারী এক ধনাঢ্য ব্যবসায়ী। ১৯৪৭ সালের পূর্বে অবিভক্ত বাংলা ও আসাম প্রদেশের মধ্যে উল্লেখযোগ্য ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে খ্যাতি ছিল তাঁর।