কাজী হেলালের ‘বুকের গহীনে ডেলফিনিয়াম’
সম্প্রতি আমাদের টরন্টোর কবি কাজী হেলালের একটি কাব্যগ্রন্থ আমার হাতে এসে পড়ে। কবিতা বোঝার মতো যথেষ্ট সাহিত্যজ্ঞান আমার মধ্যে নেই। তাই একটা বই পড়ার পরে নিজের মন্তব্য প্রকাশের ধৃষ্টতা করা আমার জন্য অত্যন্ত কঠিন কাজ। তবে ভালো খবর হল, আমি সাহসী মানুষ এবং কাজী হেলালের মত একজন কবির বই পড়ার পরে মনে হল একজন সাধারণ পাঠক হিসেবে আমার অনুভূতি ব্যক্ত করাই যায়।