সায়েদা ফাতিমা

সায়েদা ফাতিমার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ফাতিমা শৈশব থেকেই শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগী। ‘নতুন কু়ঁড়ি’তে একাধিক বিভাগে পুরস্কার-সহ তিনি ১৯৯৩ সালে নজরুল একাডেমি থেকে সঙ্গীতে সর্বোচ্চ ডিগ্রিপ্রাপ্ত। শিক্ষা জীবনের শুরু থেকে বিভিন্ন বৃত্তি লাভসহ এমএ (অর্থনীতি) করেছেন। তিনি মাইডাস, ঢাকা উইমেন্স চেম্বার এবং নজরুল একাডেমির আজীবন সদস্য।

তিনি ‘হ্যামাকিস ডিজাইন’এর প্রতিষ্ঠাতা ও নকশাবিদ। সায়েদা ফাতিমা দেশে বিদেশে বাংলা এবং ইংরেজি বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখেন।

২০২৪ প্রকাশিত হয়েছে তাঁর ‘আপাতত জীবনের কিছু টুকরো’ নামের কাব্যগ্রন্থের প্রথম খণ্ড।

বর্তমানে তিনি সপরিবারে কানাডার হ্যামিল্টন শহরে বসবাস করছেন।

সায়েদা ফাতিমা’র বইসমূহ

আপাতত জীবনের কিছু টুকরো