রুমা বসু
সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা রুমা কবিতা আবৃত্তি, বিতর্ক, বিভিন্ন রচনা প্রতিযোগিতায় ছোটো থেকেই অংশগ্রহণ করেন। স্কুল ম্যাগাজিনে ছাপার অক্ষরে প্রথম ছোট গল্প “বহ্নি শিখা”।
প্রথমে ডাইরির পাতায়, পরে অন্তর্জালে বাংলা লেখা শুরু করেন রুমা। বিভিন্ন লেখকের সাথে মিলে কাব্য, সাময়িকী ও একটা চিঠির বই বের হয়। ২০২১ সালে দুটো উপন্যাস “হিয়া” ও “কুহু কথন” বই হিসেবে প্রকাশিত হয়। ২০২৩ সালের বইমেলাতে ছোটো গল্পের বই “ডায়েরীর ধূসর পাতা” ও কাব্য “বোধের ভাঙা গড়া”র প্রকাশ। ২০২৪ এর একুশের বইমেলায় ৯২টি সনেট নিয়ে “চতুর্দশপদী পঙ্ক্তিমালা” ও শিশুতোষ ছড়ার “স্বপ্ন ছন্দে বাংলা” নামক দুটো বই প্রকাশিত হয়েছে।