এম এল গনি
এম এল গনি নামে পরিচিতি পেলেও পুরো নাম মোহাম্মদ লোকমান গনি। চট্টগ্রাম জেলার চন্দনাইশে পৈতৃক নিবাস। প্রথম লেখালেখি শুরু করেন সপ্তম শ্রেণিতে পড়ার সময়। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকায় ‘রিকশাওয়ালা’ নামে ছোটগল্প প্রকাশ পায় ১৯৭৭ খ্রিস্টাব্দে। বেশ কয়েকবছর ধরে দেশের প্রথম সারির পত্রপত্রিকায় ছোটগল্পের পাশাপাশি সমসাময়িক বিষয়ে কলামও লেখেন। বাংলা ভাষার…