ঋতুশ্রী ঘোষ
ঋতুশ্রী ঘোষ মূলত কবি হলেও তিনি ছড়া এবং ছোটগল্পও লেখেন। জন্ম খুলনা, বাংলাদেশ, ১৯৮৪ এবং বৃত্তিসহ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। কলকাতায় অধ্যয়নকালেও ‘সাহিত্যপত্র’, ‘দেউটি’, ‘নির্বেদ’, ‘চৈতালিসহ পশ্চিমবাংলার স্থানীয় সাময়িকীগুলোতে লিখতেন। এসময় স্থানীয় কাগজে সাফল্যের সাথে সাংবাদিকতাও করেছেন। ২০১৩ সাল থেকে কানাডা প্রবাসী এবং ‘আজকাল’, ‘বাংলাকাগজ’, ‘বাংলামেইলসহ টরন্টোর বাংলা সাময়িকীগুলোতে নিয়মিত লেখা…