আমাদের কথা
সুব্রত কুমার দাস কানাডা জার্নাল একসময় ছিল টরন্টো থেকে প্রচারিত এনআরবি টেলিভিশনে সুব্রত কুমার দাস উপস্থাপিত একটি অনুষ্ঠানের নাম। ২০১৯ সালে প্রিয় এই টেলিভিশন চ্যানেলে কানাডা জার্নাল নামে আমরা সেই অনুষ্ঠানটি প্রচারের উদ্যোগ গ্রহণ করি। এনআরবি টেলিভিশনের প্রধান মানুষ বন্ধুপ্রতীম এবং সহোদরপ্রতীম শহিদুল ইসলাম মিন্টুর উৎসাহ ও সহযোগিতার কারণেই অনিয়মিত…