মহাভারত নিয়ে প্রশংসনীয় গ্রন্থ
অনুসন্ধানী লেখক সুব্রত কুমার দাস তাঁর জীবানচরণের নীরিক্ষাধর্মী বহুমাত্রিক আলোচনার ঘনত্বে মেপে গ্রন্থখানি রচনা করেছেন। এখানে চেতনাবোধের নান্দনিকতা যেন সহজবোধ্য ও সরল শিল্পের টেরাকোটা। ধর্ম, ইতিহাস ও সাহিত্যের অন্তরলোক অভিনব শব্দের কাঠামোর ঐশ্বর্যে মোড়া ঐতিহ্য পুরাণ প্রত্যয় দ্বারা সংযুক্ত। নির্দ্বিধায় অনেক তথ্যের সমৃদ্ধি সম্ভারে সরল পরিমার্জনে এঁকেছেন প্রবন্ধের অনুসন্ধিৎসু শিল্পরূপ।