হোসনে আরা জেমী
হোসনে আরা জেমী পেশায় সমাজসেবী, আসক্তি কবিতায়। বগুড়ার জন্ম ৩১ জুলাই, ১৯৬৪। জেমীর পেশা বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধীদের সেবা প্রদান।
বগুড়ায় গড়ে তোলেন ‘বাঙ্ময় আবৃত্তি চক্র’। পরে ঢাকায় আবৃত্তি সংগঠন ‘স্বরিত’র সাথে যুক্ত হন। প্রয়াত আবৃত্তি শিল্পী শফিক করিমের সাথে জেমীর তিনটি দ্বৈত আবৃত্তি এলবাম ‘বিশ্বাসী করতল’, ‘কথোপকথোন-৪’ এবং ‘ভালোবাসার মিথলজি’ গিতালী থেকে প্রকাশিত হয়।
প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বৃষ্টি করে নেবে’, ‘চিত্রপট’, ‘মিশে আছি অনুভবে’। ‘শত ভাবনায় বঙ্গবন্ধু’ প্রথম সম্পাদিত কাব্যগ্রন্থ।
শিশুতোষ গল্পের বই ‘বিজয়ের হাসি’, ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ এবং ছড়ার বই ‘রায়নার বায়না’। গল্পগ্রন্থ ‘একটি ভুল এবং সমীকরণ’।