হিমাদ্রী রায়
জন্ম জেলা সুনামগঞ্জ। জল-জোছনার জলবায়ুতে বেড়ে উঠা। কাঁচা বয়সে হাওরের বিস্তীর্ণ জলরাশীর উপর জীবনের ছবি, যাপনের সংগ্রাম, বাউলের সহজিয়া দর্শন আঁকা হয়েছিল চোখে ও বুকে। কলমে আসেনি কখনও।
কলমের বেড়ে উঠা অভিবাসী জীবনে। তাই লিখি যা জীবন লেখায়। কখনও তা প্রবন্ধ কখনও বা হয়ে উঠে কবিতা। যার দুরত্ব বলতে ‘বাংলা কাগজ’ আর ফেইসবুক। কিছু কবিতা মলাট বদ্ধ করার সুযোগ হয়েছে ২০২৪ এর বাংলা একাডেমির বই মেলায়,অবশ্য নিজ খরচায়,যার নাম ‘প্রেমের নকসীকাঁথা’। কেন লিখি জানতে চাইনি কখনও তবে লিখতে লিখতে জেনেছি বুকের মধ্যে যে গল্প আছে শব্দ আছে তা আজও সাজিয়ে গুছিয়ে কাব্য করে লিখতে পারিনি।