হাসান মাহমুদ
মধ্য ষাট দশকে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রনেতা হাসান মাহমুদ সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী, কবি, আবৃত্তিকার, নাট্যকার, অভিনেতা, গীতিকার, সুরকার, উপস্থাপক ও লেখক। বাংলা ও ইংরেজিতে তাঁর বই পাঁচটি, নিবন্ধ ও সাক্ষাৎকার অজস্র এবং ইংরেজি ও বাংলায় নাটক ও শর্টফিল্ম আটটি। তাঁর কিছু মুভি তুর্কি, মালয় ও আরবি ভাষায় সাবটাইটেল হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ও ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ে তাঁর আছে অজস্র নিবন্ধ, কিছু গান, ছোটগল্প, ছড়া ও কবিতা, মুক্তিযুদ্ধের ওপরে উর্দু বই “পদমা সুর্খ হ্যায়”-এর বাংলা অনুবাদ “রক্তাক্ত পদ্মা, অজানা একাত্তর”, নাটকীয় ঢঙে বাংলার ইতিহাস – “বাংলার কথা কই” এবং ছড়া-কবিতা-গল্পের বই “উদভ্রান্ত প্রলাপ”।