হাসান জাহিদ
হাসান জাহিদ গত শতাব্দীর আশির দশকের গল্পকার।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ সম্মানসহ এমএ।
বর্তমানে কানাডার টরন্টো শহরের স্থায়ী বাসিন্দা ও সেই দেশের নাগরিক। কানাডায় তিনি কালচার অ্যান্ড হেরিটেজ বিষয়ে গ্রাজুয়েট এবং ইকো-কানাডা স্বীকৃত পরিবেশ বিশেষজ্ঞ।
হাসান জাহিদ পরিবেশ ও জলবায়ু বিষয়ে কয়েকটি আলোচিত গ্রন্থের প্রণেতা। ঢাকা, কলকাতা ও টরন্টোর পত্রপত্রিকায় লিখছেন। হাসান জাহিদের গল্প এবং বাংলা/ইংরেজিতে লেখা প্রবন্ধ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকায়, সাপ্তাহিক পত্রিকা/সাহিত্য ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
কন্ঠশিল্পী হিসেবেও হাসান জাহিদের পরিচিতি ও শ্রোতাপ্রিয়তা রয়েছে। এছাড়া তার রচিত গল্প ও পাণ্ডুলিপি অবলম্বনে রচিত টিভি নাটক সম্প্রচারিত হয়েছে।
কথাসাহিত্যে দেশ পুরস্কার, কথা সাহিত্য কেন্দ্র পুরস্কার, অক্ষরবৃত্ত সাহিত্য পুরস্কার এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র থেকে সম্মাননা লাভ করেন তিনি।
পেঙ্গুইন থেকে প্রকাশিত মলয় কৃষ্ণ ধর-এর ‘ট্রেন টু ইন্ডিয়া: মেমোরিজ অব অ্যানাদার বেঙ্গল’ সাফল্যের সাথে অনুবাদ করে হাসান জাহিদ ব্যাপক সাড়া ফেলেন। ‘ট্রেন টু ইন্ডিয়া: মেমোরিজ অব অ্যানাদার বেঙ্গল’ ও গল্পগ্রন্থ ‘প্রেয়সী ও গোলাপের কাঁটা’ কয়েকবারই রকমারি.কম-এ বেস্টসেলিং তালিকায় ছিল।
অমর একুশে বইমেলায় হাসান জাহিদের জলবায়ুবিষয়ক গ্রন্থ (২০২৩) ‘পরিবর্তিত জলবায়ু: মহাসংকটের মুখে পৃথিবী’ মেলায় ও অনলাইনে প্রচুর বিক্রি হয়।