হাসান জামান খান

হাসান জামান খান ( জন্ম ১৯৭৩)। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেলাচাপড়ি গ্রামে পূর্ব পুরুষের বসবাস। জন্মের পর ইংরেজ কবি জন মিল্টনের নামানুসারে সেজো চাচা তাঁর নাম রাখেন মিল্টন। শেরে বাংলা নগর গভর্ণমেন্ট বয়েজ হাই স্কুল এবং ঢাকা কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্ত্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে। তবে অস্থির মন বেশিদিন টেকেনি সেখানে। পরের বছর সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যান খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। শৈশবে ছড়া দিয়ে লেখালেখি শুরু। এরপর কবিতা। তবে এগুলোর কোনোটিই চর্চায় থাকেনি। শেষ পর্যন্ত গদ্যেই গতি খুঁজে পান। প্রথম গ্রন্থ “জল রাজনীতি ও বাঁধের গল্প” প্রকাশিত হয় ফেব্রুয়ারি ২০২২ বই মেলায়। গ্রামীন ও নগর অবকাঠামো এবং স্থাপত্য নিয়ে সরল গদ্য লিখতে ভালোবাসেন।  

হাসান জামান খান-এর বইসমূহ

জল রাজনীতি ও বাঁধের গল্প