স্বপন কুমার দেব
স্বপন কুমার দেব ১৯৪৯ সনের মার্চ মাসের ০১ তারিখে বাংলাদেশের সুনামগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৭৪ সালে আইন পেশায় যোগ দেন। দীর্ঘদিন আইন পেশায় রত থাকাকালীন ২০১৮ সালে তিনি কানাডা আসেন ও বতর্মানে টরন্টোতে বসবাস করছেন। ছোটবেলা থেকে নানা ধরনের বই পড়ার অভ্যাস তাঁর। ক্রমশ শুরু হয় লেখালেখি। পেশাগত জীবনেও তা বজায় ছিল। সুনামগঞ্জে থেকে প্রকাশিত দুটি স্থানীয় পত্রিকায় নিয়মিত লিখতেন। লেখাতে ওর পছন্দের বিষয়বস্তু হলো ভ্রমণকাহিনী, গল্প এবং কলাম। স্বপনের রচিত ৫টি বই বাংলাদেশে প্রকাশিত হয়েছে। প্রবাসেও লেখা চালিয়ে যাচ্ছেন তিনি।
স্বপন কুমার দেব-এর বইসমূহ
জীবন যেখানে যেমন
স্বাধীনতার গল্প ও অন্য গল্প
কিছু মুখ কিছু স্মৃতি
বেড়াতে ভারত
স্বপন কুমার দেব-এর লেখাসমূহ
হীরকজয়ন্তী: সুব্রত কুমার দাস গ্রন্থ প্রসঙ্গে
বইটিতে অনেক গুণীজন লিখেছেন। প্রতিটি লেখা আন্তরিক ও মূল্যবান। গ্রন্থের সম্পাদকীয় নিবেদন পরিপাটি ও ছিমছাম। এতে সুব্রত কুমার দাসের বর্ণময় জীবন নিয়ে একটি স্পষ্ট আভাস পাওয়া যায়। সম্পাদক মহোদয় শেষাংশে লিখেছেন, ‘কিছু কিছু ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে কিছু কিছু অপূর্ণতা।‘ এমনটা ঘটা স্বাভাবিক বলে মনে করি। তবে গ্রন্থ প্রকাশ হবার আগেই ধরা পড়ায় পরিশ্রম ও বিলম্ব হলেও দূর করার সুযোগ ছিল বলেও আমার মনে হয়।
কানাডাতে সাম্প্রতিক অভিবাসন ও নানাবিধ সমস্যা
সাম্প্রতিক কালে বাংলাদেশ থেকে দলে দলে সাধারণ মানুষ কানাডা এসেছেন। এই আগমন অব্যাহত আছে। আগমনের মূল উদ্দেশ্য অর্থ উপার্জন। তারপর উন্নত জীবন যাপন এবং পরিবার-পরিজন নিয়ে কানাডায় স্থায়ীভাবে বসতি স্থাপন। অনেক আগে থেকেই কানাডাতে লোকজন আসা শুরু হলেও এবারের আগমন কিছুটা ভিন্ন রকমের। সহজে ভিজিট ভিসা পাওয়াকে কেন্দ্র করে আগমনের গতি অধিক বেগবান হয়েছে। আমাদের দেশের মানুষ কানাডা সম্পর্কে যে ধারণা পোষণ করে থাকেন তা অত্যন্ত ইতিবাচক ও রঙিন।