সুলতানা শিরীন সাজি
সুলতানা শিরীন সাজি’র জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের লালমনিরহাটে। বাবা ডাঃ ওমর আলী এবং মা নুরুননাহার বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইনি ইংরেজি সাহিত্যে এমএ, সাজি মন্ট্রিয়ল থেকে কম্পিউটার প্রোগ্রামিং এ ডিপ্লোমা নিয়েছেন। একসময় সামহোয়ারইন ব্লগে নিয়মিত লিখতেন। এখন অনেক সামাজিক মাধ্যম এবং পত্র পত্রিকায় লেখালেখি করেন।
প্রবাস জীবনে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের আয়োজনে। ২০১৮ এর অটোয়ার ৩২ তম FOBANA সম্মেলন এ কনভেননের দায়িত্ব পালন করেন। এখন তিনি বাংলা সাহিত্য পত্রিকা আশ্রমের সম্পাদক হিসেবে কাজ করছেন। নিজে রবীন্দ্র সংগীত ও আবৃত্তি করেন এবং বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
কানাডায় আছেন ৩০ বছরের বেশি সময় ধরে। দুইছেলে রাশীক ও রাইয়ান। কোভিডকালে ক্যানসারে হারিয়েছেন ২৮ বছরের সঙ্গী মান্নান মোহাম্মদ মিঠুকে।
প্রকাশিত কবিতার বইসমূহ, এক জোছনায় তুমি আর আমি, কফির পেয়ালায় নিশুত রাত জাগে, বিষণ্ণতায় একা , । অপ্রকাশিত চিঠি,ভালোবাসার ফুলঝুরি, ঝিমলী এবং বালিহাঁস এবং রানুর আকাশ(যাপিত জীবনের গল্প)।