সালমা বাণী
সালমা বাণী বাংলাদেশী-কানাডিয়ান কথাসাহিত্যিক। জন্ম ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ, ১৬ ডিসেম্বর, ১৯৬২। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন ইতিহাসে এমএ এবং আইন ডিগ্রি। ১৯৯০ সাল থেকে কানাডায় বাস করছেন।
তার বহুল আলোচিত উপন্যাসসমূহ ভাংগারি, গোলাপী মঞ্জিল, ইমিগ্রেশন। অন্যান্য উপন্যাস হলো নিন্দিত উত্তরণ, যুবক হয়ে ওঠার সময়, জলের ওপর টিপ সই, ক্ষরণ জাতক, উঁকিবাজ পিতা, মৌনী আমাবস্যা। রয়েছে ছোটগল্পের সংকলন। উপন্যাস ও গল্প ছাড়াও কাজ করে চলেছেন প্রবন্ধসাহিত্য ও ইতিহাস নিয়ে।
বাংলা একাডেমী সৈয়দ ওয়ালিউল্লাহ পুরস্কার অর্জন করেছেন ২০২০ সালে। ইমিগ্রেশন উপন্যাসের জন্য লাভ করেছেন জেমকন সাহিত্য পুরস্কার। তার ছোটগল্পের সংকলন বোবা সময় ও নীল উপাখ্যান অর্জন করেছে কাগজ সাহিত্য পুরস্কার। অর্জন করেছেন জীবনানন্দ পুরস্কার।