শ্যাম মুখার্জী
শ্যাম মুখার্জীর তিনটি উপন্যাশ হলো ‘Chopped Green Chillies in Vanilla Ice Cream’, ‘In the Name of Love’ এবং ‘Perfect Tangerine’. তাঁর চতুর্থ উপন্যাস ‘The Citizen Soldier’ শীঘ্রই প্রকাশিত হবে। তিনি বর্তমানে ব্রিটেনের একটি সংস্থার হয়ে আইনী (ফৌজদারী) খসড়া লেখেন।
এছাড়াও তিনি কানাডার এক সিনেটরের হয়ে ভাষণ লিখেছেন।, অজস্র রেডিও শো করেছেন এবং লিখেছেন দেড় সহস্রাধিক ফিচার। তিনি চারটি মহাদেশের বিভিন্ন নামকরা ইন্সটিটিউটে লেখালেখির ওয়ার্কশপ করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডেরেক বক সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিং থেকে হায়ার এডুকেশন টিচিংয়ে সার্টিফিকেট আছে তাঁর। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করার পর মেলবোর্নের Holmesglen Institute থেকে গণযোগাযোগ বিষয়ে তিনি ডিপ্লোমা করেছেন। ফিল্ম, টিভির জন্য লেখালেখি ও ইন্টারএকটিভ মিডিয়া বিষয়ে তিনি আরও একটি ডিপ্লোমা করেছেন কানাডার ভ্যানকুবারের ফিল্ম স্কুল থেকে।