শুজা রশীদ

শুজা রশীদের জন্ম খুলনা শহরে। বর্নাঢ্য শৈশব ও বাল্যকাল কেটেছে শহরে-গ্রামে, দেশে-বিদেশে। বন্দী সৈনিক (মরহুম ক্যাপ্টেন ডাক্তার আব্দুর রশীদ) পিতার সঙ্গী হয়ে পাকিস্থানের বন্দী শিবিরে কেটেছে বাল্যকালের বেশ কিছুটা সময়। ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এপ্লায়েড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্সে অনার্স এবং মাস্টার্স শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উচ্চশীক্ষার্থে। বর্তমানে স্থায়ী নিবাস গেড়েছেন কানাডাতে এবং চিত্ত-চেতনা নামে একটি দ্বিভাষিক অনলাইন পত্রিকার সম্পাদনা করেন ও প্রধানত ইংরেজিতে লেখেন। তার প্রকাশিত বাংলা উপন্যাসের সংখ্যা বিশের উপরে, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দামামানিশীথ কুহু, চাঁদনী, জুজুবাজ্যোৎস্না রাতেএই যাত্রামোহনায় দাঁড়িয়েশুভ্র বর্ষণ । ছোট গল্প সঙ্কলনের মধ্যে সুখে দুখে কানাডা । 

শুজা রশীদ-এর বইসমূহ

আমায় ডেকো না

গহীন অরণ্যে বৃষ্টি

জাদুকরের তাণ্ডবলীলা

নিশীথ কুহূ