শওকত সাদী

শওকত সাদী। তথ্যপ্রযুক্তিবিদ। কবি ও কথা সাহিত্যিক। শিক্ষা: মাস্টার্স অব কমার্স, বিজনেস ম্যানেজমেন্ট। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও তিনি রটম্যান স্কুল অব ম্যানেজমেন্ট, ইউনিভার্সিটি অব টরোন্টো, কানাডা থেকে বিজনেস প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তার বিষয় ছিল বায়োমেট্রিক এনাবেল ব্যাংকিং ব্যবস্থা। তনিইি প্রথম যনিি কৃত্রমি বুদ্ধমিত্তার নতৈকি সুরক্ষার জন্য কাজ করছেলিনে । কৃত্রমি বুদ্ধমিত্তাকে সুরক্ষতি রাখার জন্য সুরক্ষায় তার অবদান রয়ছেে ।

তিনি সৃজনশীর শাখায় শিশু-কিশোরদের বইয়ের জন্য ইউনিসেফ-মীনা অ্যাওয়ার্ড, ছোটগল্পে বিশেষ অবদানের জন্য পা-ুলিপি সাহিত্য পুরস্কার এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে সংলাপ সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি ভয়েক্স নামে সাহিত্যের ছোট কাগজের সম্পাদক।

শওকত সাদী’র বইসমূহ

ডোর ওপেনার

তরবারির নিচে রোদের বসতবাড়ি

চন্দ্রের দ্বিতীয় হাত