লুৎফর রহমান রিটন
লুৎফর রহমান রিটন (জন্ম: ১ এপ্রিল ১৯৬১) একজন বাংলাদেশের অগ্রগণ্য ছড়াকার। সত্তরের দশকে তাঁর আত্মপ্রকাশ ঘটে। তার শিশুতোষ ছড়া ও কবিতা বিংশ শতকের শেষভাগে জনপ্রিয়তা লাভ করেছে। তিনি ২০২৪ সালে একুশে পদক লাভ করেন। এর আগে ২০০৭ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার (১৯৮২), অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (১৯৮২ ও ১৯৯৬) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পুরস্কার (১৯৮৪) লাভ করেছেন।
তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। উল্লেখযোগ্য গ্রন্থ: ছড়া: ধুত্তুরি (১৯৮২); ঢাকা আমার ঢাকা (১৯৮৪); উপস্থিত সুধীবৃন্ধ (১৯৮৪); হিজিবিজি (১৯৮৭); তোমার জন্য (১৯৮৯); ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ (১৯৮৯); রাজাকারের ছড়া (১৯৯৯); শেয়ালের পাঠশালা (১৯৯২); রোকনুজ্জামান খান দাদাভাই স্মারকগ্রন্থ (২০০০); নেপথ্য কাহিনী (২০০১)।
তিনি কানাডার অটোয়াতে বসবাস করেন।