রেজা সাত্তার
রেজা সাত্তার এর জন্ম বাংলাদেশের ফরিদপুরে। তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন বিদেশে। যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য সহ পৃথিবীর ২১টার উপরে দেশ ভ্রমণ করেছেন।
তরুণ বয়সি বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম যেমন – নারীর ক্ষমতায়ন , বিভিন্ন জাতির সত্তা ও সাংস্কৃতির মধ্যে সমতা আনায়ন , দুর্নীতি দমন , দরিদ্রদের প্রাপ্য অধিকার আদায় ..প্রভূত আন্দোলনের সঙ্গে সম্পৃক্তি ।
তিনি ঢাকার সোভিয়েত ইউনিয়নের সাংস্কৃতিক কেন্দ্রতে যোগদান দেন ; বিশেষভাবে অনুপ্রাণিত হন এবং পরবর্তী অবস্থায় সোভিয়েত ইউনিয়ন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেন ; পরে দুই হাজার সালে ক্যানাডাতে চলে আসেন এবং এখানে ইউ এফ টি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন ।
বর্তমানে কনস্ট্রাকশন অন্টার ইউ সিইও ।
রেজা সাত্তার রাজনৈতিক এবং সংগ্রামী কবিতা লেখেন ; নারীর ক্ষমতায়ন এবং যুক্তরাজ্য এদের যে অন্যায় অপরাধ এদের উপরে লিখেছেন ।
রেজা সাত্তারের লিখিত বর্তমানে তিনটি বই বাজারে আছে বইগুলি হচ্ছে “ জব্দ কর নবল ফাউন্ডেশন “ ; “ স্ট্রোক টু স্ট্রোক “এবং কবিতার বই “ কে এই শত্রু “ এবং এই বছর আরও একটি কবিতার বই প্রকাশের অপেক্ষায় ।