রেখা পাঠক

রেখা পাঠকের জন্ম ১৯৫৫ সালে। সিলেটের মুরারি চাঁদ কলেজ থেকে বাংলায় অনার্সসহ বিএ পাস করে তিনি ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। বিভিন্ন কলেজে অধ্যাপনা করার পর ২০০৭ সাল থেকে তিনি কানাডায় অভিবাসী হন।
তাঁর প্রথম গ্রন্থ ছোটগল্পের। সবুজপাতার নীলবেদনা নামের সেই গ্রন্থ প্রকাশিত হয় ২০১৬ সালে। এরপর সুরুচি নামে তিনি একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন।
তৃতীয় গ্রন্থ অনুকবিতার বই ছোট কথায় বড়ো ব্যথা। প্রকাশিত হয় ২০২০ সালে।

রেখা পাঠক’র লেখাসমূহ

শ্রীচৈতন্যদেব গ্রন্থের ওপর আলোকপাত
রিভিউ

শ্রীচৈতন্যদেব গ্রন্থের ওপর আলোকপাত

“বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া” – বাঙালির এমন নিমাই শ্রীচৈতন্যদেবকে নিয়ে টরন্টোবাসী লেখক ও গবেষক সুব্রত কুমার দাসের বড়ো আদর, বড়ো শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা দিয়ে লেখা গ্রন্থ শ্রীচৈতন্যদেব। গ্রন্থের মর্মমূলে প্রবেশ করার পূর্বে গ্রন্থের ‘প্রাককথন’-এ উল্লিখিত গোঁসাই দাদুর রূপ-মাধুর্যে এবং জাগতিক ও আধ্যাত্মিক গুণ মাধুর্যে মুগ্ধ লেখক তাঁর গোঁসাই দাদুর প্রতি আশৈশবের শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসাকে যে বাণী মাধুর্যে বন্ধন করেছেন, তা পাঠ করে আমার অনুভব ও উপলব্ধির জগতে এক অপার্থিব আনন্দ উদ্বেলিত হয়ে উঠেছে।