মোস্তফা আকন্দ

মোস্তফা আকন্দ একজন বাংলাদেশী ক্যানাডিয়ান সমাজকর্মী ও লেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনে স্নাতক ও স্নাতকত্বোর ডিগ্রিধারী মোস্তফা নেদারল্যান্ডের ইরাসমাস ইউনিভার্সিটি থেকে ‘গনতন্ত্রায়ন ও লোকনীতি’ এবং কানাডার জর্জব্রাউন কলেজ থেকে সোস্যাল ওয়ার্ক-এ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন।

 তিনি মুলত মনস্তাত্বিক বিষয়ে বাংলায় লেখালেখি করেন।  লেখাগুলোর কিছু কিছু টরন্টোর বাংলা সাপ্তাহিক ও ফেসবুকে প্রকাশিত হয়।  ২০২১ সালে প্রকাশিত তাঁর বই দুটি হলো কেমন দেশ ক্যানাডা অন্যান্য প্রসঙ্গ  (প্রবন্ধগ্রন্থ), দূর আকাশের টান (গল্পগ্রন্থ)। টরন্টোতে অবস্থিত একটি চ্যারিটির কো-ফাউন্ডার এবং  কর্মসূচী ও সেবা পরিচালক হিসেবে সেখানে কাজ করছেন। তিনি স্ত্রী ও দুকন্যা নিয়ে বর্তমানে বসবাস করছেন ব্রাম্টন শহরে।

মোস্তফা আকন্দ-এর বইসমূহ

দূর আকাশের টান

কেমন দেশ ক্যানাডা ও অন্যান্য প্রসঙ্গ