মেহরাব রহমান

মেহরাব রহমান, কবি, প্রবন্ধিক ও গল্পকার।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘ঘরকে করবো স্বর্গ’, ‘শেষ শ্রাবণের শেষ বিকেলে’, ‘আমি ক্রীতদাস’, ‘নষ্টবীজ’, ‘সূযোর্দয়ের পাঠশালায়’, ‘নীল বিষ নীল, অজগর’, ‘আমার কবিতা আমার ভুবন’, ‘স্বনির্বাচিত কবিতা’, ‘কবিতা সমগ্র ১’, ‘Butterfly Thunder’ (A Canadian Anthology of poetry) প্রভৃতি। কবিতায় মুক্তিযুদ্ধ (সংকলতি কাব্যগ্রন্থ) 

এছাড়াও তাঁর সংকলিত কাব্যগ্রন্থগুলো হলো ‘ভালোবাসার অন্তরালে’, ‘সুবাসিত চন্দনে’, ‘পতাকার লাল সূর্য শখে মুজবি’। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘শব্দ নিয়ে খেলা’ (ছড়াগ্রন্থ), ‘অসভ্য গুহা’ (গল্পগ্রন্থ)। তাঁর প্রবন্ধগ্রন্থগুলো হলো ‘বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি’, ‘বঙ্গবন্ধু বিশ্বমানব’, ‘মেহরাব রহমানের কলাম’।

টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল এবং ত্রৈমাসিক কবিতাপত্র  ছেঁড়া কাগজ-এর সম্পাদনার সাথেও তিনি যুক্ত।