মুহম্মদ বজলুশ শহীদ

মুহম্মদ বজলুশ শহীদ কবিতা, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ সাহিত্যে  পাঠকদের কাছে  একটা সমাদৃত নাম।

ইংরেজি কবিতার অনুবাদ ও শিশুতোষ সাহিত্যকর্ম তাঁর  সৃজনশীল উৎকর্ষতা আরো বাড়িয়ে দিয়েছে। কবিতা লেখার শুরুতেই তিনি  ‘স্কুল দেশাত্মবোধক কবিতা প্রতিযোগিতায়’ বাংলাএকাডেমি কতৃক পুরস্কৃত হন। 

তিনি এক সময় নাটোর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘প্রকাশ’ পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

আশির দশকে তিনি বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করতেন। 

প্রথম উপন্যাস ‘তৃষিতার বাংলাদেশ’ দৈনিক প্রত্যয়ে ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়৷ তাঁর প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থ, ‘করোটির ঘ্রাণ’৷ 

প্রায় দেড় যুগ আগে মুহম্মদ  বজলুশ শহীদ কানাডায় স্কিলড ইমিগ্রান্ট হিসাবে অটোয়া, অন্টারিও তে নতুন  জীবনের নতুন অধ্যায় শুরু করেন। প্রবাসীদের সাহিত্য চর্চার  অটোয়ার একমাত্র সাহিত্য পত্রিকা ‘আশ্রম’ -এ লেখালেখি শুরু করেন।

মুহম্মদ বজলুশ শহীদ-এর বইসমূহ

করোটির ঘ্রাণ