মামুনুর রশীদ
জন্ম ২২ নভেম্বর, ১৯৫৪ইং, চাঁদপুর। ছেলেবেলাতেই পরিচয় হয় রবীন্দ্র সঙ্গীতের সাথে এবং শিক্ষাগুরু ছিলেন ওনারই মেজ খালা শহীদ সাংবাদিক বুদ্ধিজীবী সেলিনা পারভিন। এক সাংস্কৃতিক পরিমণ্ডলে থেকেই চাঁদপুর ডিএন হাই স্কুল থেকে এসএসসি, চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে পড়া শেষ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন এ চাকুরী করার পর বর্তমানে স্ত্রী ও দুই পুত্র, পুত্রবধু নিয়ে ক্যানাডার লন্ডন শহরে বসবাস করছেন।
তরুণ বয়সেই কাগজে কালির আঁচড় পড়ে প্রথম কবিতা দিয়েই। যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে অসাম্প্রদায়িক সাংস্কৃতিক কর্ম কাণ্ডে সব সময়েই যুক্ত থেকেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যচক্র ও সংস্কৃতি সংসদের সক্রিয় সদস্য ছিলেন।
ক্যানাডা এসে স্বদেশের কিছু সংগঠক ও শিল্পী বন্ধু নিয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। মূলত তখন থেকেই আবার লেখা লেখির জগতে তার পুনঃপ্রবেশ। সেভাবেই একে একে কবিতার দুটো সংকলন- ‘কাব্যগাথার গান’ ও ‘গহিন অন্তরে’, ছোট গল্পের একটি সঙ্কলন-‘নাগকেশর’, ছোট বেলার গল্প নিয়ে-‘ছেবেলার কথা’,ও একটি উপন্যাস ‘মঞ্জুলি’ প্রকাশিত হয়েছে।
তবে সবার পেছনে যার অনুপ্রেরনা ছিল সব কিছুর মূলে, সে তার ছোট বোন রেবেকা চম্পা। মনো জগতে কিছু নিয়ে ভাবনা তৈরী হলে তা প্রকাশ করেন লেখায়-তাই বুঝি কবিতা- গল্প-উপন্যাস !