মহাভারত নিয়ে প্রশংসনীয় গ্রন্থ
হাসান আহমেদ চিশতী
অনুসন্ধানী লেখক সুব্রত কুমার দাস তাঁর জীবানচরণের নীরিক্ষাধর্মী বহুমাত্রিক আলোচনার ঘনত্বে মেপে গ্রন্থখানি রচনা করেছেন। এখানে চেতনাবোধের নান্দনিকতা যেন সহজবোধ্য ও সরল শিল্পের টেরাকোটা। ধর্ম, ইতিহাস ও সাহিত্যের অন্তরলোক অভিনব শব্দের কাঠামোর ঐশ্বর্যে মোড়া ঐতিহ্য পুরাণ প্রত্যয় দ্বারা সংযুক্ত। নির্দ্বিধায় অনেক তথ্যের সমৃদ্ধি সম্ভারে সরল পরিমার্জনে এঁকেছেন প্রবন্ধের অনুসন্ধিৎসু শিল্পরূপ। গ্রন্থটি তার মাত্রা বিভাজনে মনোস্তত্ত্ব বিশ্লেষণে সামগ্রীক স্বার্থকতায় নামকরণে আমার মহাভারত পূর্ণতা পেয়েছে।
লেখক তাঁর একনিষ্ঠ শিক্ষকতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক প্লাটফর্মে কর্মময় জীবনের বর্ধিষ্ণু অঞ্চল ঘিরে চেতনালব্ধ নির্মাণ মননশৈলীতে আচ্ছন্ন। মহাকালের চেতনালোক থেকে যে ভাবধারায় মহাকাব্যের শ্রীবৃদ্ধি ঘটেছিল তারই সফল চিত্ররূপ তুলে এনেছেন লেখক সুব্রত কুমার দাস তাঁর মহাভারত বিসয়ক গ্রন্থে। এতে মোট ১৫টি প্রবন্ধের সংযোজন ঘটেছে – ১. আমার মহাভারত প্রীতি, ২. মহাভারত নিয়ে কথা, ৩. মহাভারতের নির্মাণ, ৪. কুরুক্ষেত্রে সমর প্রসঙ্গ, ৫. মহাভারত প্রাসঙ্গিকতায় ‘১৮’ সংখ্যার মাহাত্ম্য, ৬. পৌরাণিক ইতিহাসে শ্রীকৃষ্ণ, ৭. মহাভারতে গীতার অস্তিত্ব, ৮. মহাভারতের অনুবাদ এবং রজম্নামাহ্ প্রসঙ্গ, ৯. কালীপ্রসন্ন সিংহের মহাভারত অনুবাদ প্রসঙ্গ, ১০. রবীন্দ্রনাথে মহাভারত চর্চা, ১১. মহাভারত প্রসঙ্গে মহাভারত-মঞ্জরী, ১২. মহাভারতের পশ্চিম যাত্রা: একটি পর্যবেক্ষণ প্রচেষ্টা, ১৩. ব্যাস এবং ব্যাস প্রসঙ্গ, ১৪. প্রসঙ্গ জৈমিনি মহাভারত, এবং ১৫. বাঙালির মহাভারত।
জীবন বৈচিত্রে কালোত্তীর্ণ মহাভারত যে নানামুখি প্রবল চেতনার প্রয়োগ বিধিতে সমৃদ্ধ তারই গতিময়তায় রচিত সমকালীন লেখকের এ গ্রন্থ আমার মহাভারত। শ্রীকৃষ্ণের একটি বাণীতে পাওয়া যায়- ‘‘নাসতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ। উভয়োরপি দৃষ্টোহন্ত স্তনয়োস্তত্বদর্শিভিঃ’’। অর্থাৎ যাহা অনিত্য তাহার সত্তা নাই, যাহা নিত্য তাহার বিনাশ নাই, তত্ত্বদর্শীরা অনিত্য ও নিত্য এতদুভয়ের সীমা দর্শন করিয়াছেন। ইহাই সত্য। লেখক তাঁর জীবন বোধের সরলিকরণ থেকে অনুসন্ধিৎসার নিমগ্নস্রোতে মহাভারত মহাকাব্যের শিল্প নিদর্শন নিয়ে অনুভূতির নতুন মাত্রার সংযোজন ঘটিয়েছেন। বিশ্বায়নের আকাশ সংস্কৃতির গতিময়তা থেকে অজস্র তথ্য ভাণ্ডার নিংড়ে পাইরেসি কপির মত করে বিপুলায়তন ১৮ পর্বের মহাভারত মহাকাব্যের স্বরূপ উন্মোচন করেছেন লেখক সুব্রত কুমার দাস। গ্রন্থের আলোচ্য বিষয়গুলিতে সময়-কাল প্রেক্ষিতের মৌলিক বিষয়গুলি নিয়ে স্বল্প পরিসরের চমৎকার বাক্যবুনন দিয়ে পারদর্শীতার বিচিত্র ব্যপ্তিময় দীপ্তির শিখা জ্বালাতে সক্ষম হয়েছেন লেখক। যেখানে দশক বিভাজন থেকে ইতিহাস, ধর্ম, বর্ণ, যুদ্ধ, সাহিত্যসহ বাস্তব ও পরাবস্তব এর পথ পরিক্রমা এতটা বর্ণিল কিংবা অপরাপর দৃষ্টিভঙ্গির রোমান্টিকতা পুরাণ অনুরাগে দর্শন চেতনা আর পৌরাণীক ভাব গম্ভীরতায় জীবনকে তিনি দেখেন বিশেষ স্বতন্ত্র স্বত্ত্বার ভৌগলিক পরিসীমায়।
তাই পরিশেষে বলতে হয় সুব্রত কুমার দাসের আমার মহাভারত গ্রন্থটি যেন ইতিহাস পুনরুত্থানের একটি চিত্রিত ক্যানভাস।
গ্রন্থ : আমার মহাভারত
লেখক: সুব্রত কুমার দাস
প্রকাশক : মোঃ ইকবাল হোসেন
প্রকাশনী : বৈশাখী প্রকাশ
প্রকাশকাল : ডিসেম্বর ২০১০
প্রচ্ছদ : জাহাঙ্গীর আলম