ভাস্বতী ঘোষ
ভাস্বতী ঘোষ গদ্য এবং কবিতা লেখেন এবং অনুবাদ করেন। তাঁর প্রথম উপন্যাস হল ‘ভিক্টরি কলোনি, 1950’। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের তাঁর প্রথম কাজ হল ‘মাই ডেজ উইথ রামকিঙ্কর বাইজ’, যার জন্য তিনি ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ায় ব্রিটিশ সেন্টার ফর লিটারারি ট্রান্সলেশনে চার্লস ওয়ালেস (ইন্ডিয়া) ট্রাস্ট ফেলোশিপ লাভ করেন। ভাস্বতীর লেখা বেশ কয়েকটি সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। ভাস্বতী কানাডার অন্টারিওতে থাকেন এবং বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লি নিয়ে একটি নন-ফিকশন বইয়ের উপর কাজ করছেন। ওয়েবসাইট https://bhaswatighosh.com/