ভজন সরকার
ভজন সরকারের জন্ম বাংলাদেশের ঢাকায়। বাংলাদেশ ও কানাডায় সিভিল ইঞ্জিনিয়ারিং-এ উচ্চতর ডিগ্রি নিয়েছেন। খুব ছোটবেলা থেকে যদিও কবিতা লিখতেন, তবু এখন পরিচিতি পেয়েছেন কথাসাহিত্যিক ও প্রবন্ধকার হিসেবে। প্রকাশিত বই পাঁচটিঃ
বিভক্তির সাতকাহন (প্রবন্ধ), ক্যানভাসে বেহুলার জল (কাব্য), বাঁশে প্রবাসে (রম্য প্রবন্ধ), রেড ইন্ডিয়ানদের সাথে বসবাস (প্রবন্ধ) এবং চন্দ্রমুখী জানালা (মুক্তিযুদ্ধ ও নক্সাল আন্দোলন নিয়ে লেখা উপন্যাস)।