পারভেজ এলাহী চৌধুরী
পারভেজ এলাহী চৌধুরী প্রথাসিদ্ধ কোন লেখক বা সাহিত্যিক নন। তাঁর জন্ম ১৯৫৫ সালে। ১৯৭১ সালে তিনি ছিলেন ম্যার্ট্রিক পরীক্ষার্থী। কিন্তু পুলিশ বাবার সাথে জড়িয়ে যান মুক্তিযুদ্ধে। শহীদ হন বাবা ও দুই ভাই। পারভেজ গুরুতর আহত অবস্থায় অলৌকিকভাবে বেঁচে যান। শহীদ হন তাঁর না দেখা শ্বশুর বাবা। তাঁর লেখা ৭১’এর প্রতিধ্বনি বইটি সেই চার শহীদ এবং নিজের যুদ্ধের সাক্ষীর বয়ান মাত্র। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি শেষে ডানকান চা কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। বর্তমানে জীবনসঙ্গিনী শহীদকন্যা সৈয়দা তাহমিনা আবদালের সাথে কানাডার স্থায়ী বাসিন্দা।