পল্লব ঘোষ

বাংলাদেশের ছোট মফস্বল জেলা শহর জামালপুরে ১৯৭৫ সনের ১২ই জুন পল্লব ঘোষের জন্ম। কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষক বাবা আর স্কুল-শিক্ষক মার ২য় সন্তান। বেড়ে উঠা আর স্কুল কলেজের গন্ডি পেরোনো জামালপুর জেলা শহর থেকেই। এরপর বুয়েট থেকে যন্ত্র প্রকৌশলী হয়ে বের হয়ে বেসরকারি প্রতিষ্ঠান রহিম আফরোজে আঠারো বছর কাজ করে যাওয়া। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে এমবিএ ডিগ্রি নেওয়া। বিবাহিত আর দু’সন্তানের জনক। ভালোবেসে অনেকটা শখের বসে লেখালিখার সাথে সংযুক্ত। ২০১৯ সালে বাংলা একাডেমির আয়োজিত মাসব্যাপী বইমেলা উপলক্ষ্যে প্রথম একক বই গল্পসংকলন ‘পথ চেয়ে আছি’ প্রকাশিত হয় ‘জয়তী’ থেকে।

পল্লব ঘোষ-এর বইসমূহ

পথ চেয়ে আছি