নাহার মনিকা
নাহার মনিকা’র জন্ম বাংলাদেশে। তিনি কানাডার মণ্ট্রিয়াল শহরে বসবাস করেন এবং কুইবেক সরকারের স্বাস্থ্য বিভাগে কাজ করেন।
অন্যান্য বিষয়ের সঙ্গে নাহার মনিকার লেখায় বাংলাদেশী ডায়াস্পোরার সংকট ও টানাপোড়েন উল্লেখযোগ্য। তাঁর গল্পের জগত আমাদের জানা, সমস্ত চরিত্রও পরিচিত, অথচ নির্মাণশৈলীর নিরীক্ষা ও মুন্সিয়ানা এই সসীম আখ্যানগুলিতে যে অপরিচয়ের আবহ তৈরী করে তা সচেতন পাঠকের ভাবনার মসৃণ জগতে যেমন ভাংচুর আনে, তেমনি পাঠতৃপ্তিও দেয়।
নাহার মনিকার প্রকাশিত বইসমূহ: মন্থকূপ (উপন্যাস, ২০১৯), দখলের দৌড় (গল্প সংকলন, ২০১৯), বিসর্গ তান (উপন্যাস ২০১৬), জাঁকড় (গল্প সংকলন, ২০১৪), পৃষ্ঠাগুলি নিজের (গল্প সংকলন, ২০১১), এবং চাঁদপুরে আমাদের বর্ষা ছিল, (কাব্যগ্রন্থ, ২০০৭)