ননীগোপাল দেবনাথ
ননীগোপাল দেবনাথের জন্ম ১৯৪৮ সালে, বাংলাদেশে। বুয়েট থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক ডিগ্রি করেন (১৯৭০)। দেশে ও বিদেশে বিভিন্ন সংস্থায় কাজ করেছেন ননীগোপাল। পেশার পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিনে লেখালেখি ও সম্পাদনার কাজও করে থাকেন।
২০০৬ সাল থেকে কানাডায় স্থায়ীভাবে বাসিন্দা ননীগোপাল। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় প্রথম গ্রন্থ “বৈচিত্র্যময় কানাডা : প্রাগৈতিহাসিক থেকে বর্তমান।”
ননীগোপাল দেবনাথ-এর বইসমূহ
বৈচিত্র্যময় কানাডা
ননীগোপাল দেবনাথ-এর লেখাসমূহ
কানাডার ঐতিহ্যবাহী খেলাধুলা এবং অর্জনসমূহ
খেলাধুলায় কানাডার একটি ঐতিহ্যবাহী সুদীর্ঘ ইতিহাস ও একরাশ অর্জন রয়েছে। যদিও প্রচীনকালে কানাডায় ইউরোপীয় অগ্রগামী বসতিগুলোতে, বেঁচে থাকার গুরুতর কাজের তুলনায় খেলা তুলনামূলকভাবে গুরুত্বহীন ছিল, তবে সামাজিক এবং বিনোদনমূলক কিছু কার্যক্রম প্রচলিত হয়েছিল। ফরাসি অভিবাসীরা ফ্রান্স থেকে তাদের সামাজিক জমায়েতের প্রতি ভালোবাসা উত্তরাধিকার সূত্রে নিয়ে এসেছিল। ব্রিটিশ সৈন্য ও বসতি স্থাপনকারীদের আগমনের সময় তারা ক্রিকেট এবং অশ্বারোহীর মত খেলা সঙ্গে নিয়ে এসেছিল। তাছাড়া স্কটরা বিশেষ করে উত্তর আমেরিকায় গল্ফ এবং কার্লিং চালু করেছিল।