দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক
দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক সবসময় সৃজনশীলতার মেঘে বসবাস করেছেন। একাডেমিক ডিগ্রিগুলো আর্কিটেকচার এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে থাকলেও সৃজনশীল লেখার প্রতি তার অগাধ আবেগ। সতেরো বছর বয়সে, ১৯৯৮ সালে ন্যাশনাল পোয়েট্রি সোসাইটি অফ ইন্ডিয়া, দিল্লিতে দেবাঞ্জনা তরুণ কবিদের একজন হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ভারত ও কানাডা উভয় দেশের প্রশংসিত সংবাদপত্র এবং ম্যাগাজিনে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ ‘স্বপ্নের ক্যানভাস’ এবং ‘নব্য ইভের আদিম কাব্য’। ‘বার্কশায়ারের উড়োচিঠি’ ইংল্যান্ডে বসবাসের বাস্তব জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে চিঠির সংকলন। ‘উৎস থেকে পরবাস’ – বিশিষ্ট লেখক সুব্রত কুমার দাসের সাথে কথোপকথন হিসেবে লেখা সুব্রতর জীবনী।
দেবাঞ্জনা একজন বাঙালি লেখক হিসেবে TIFA 2022-এ অংশ নিয়েছেন। বাংলা মেইল এবং এনআরবি টিভি, কানাডা থেকে সম্মানিতও হয়েছেন।
দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক-এর বইসমূহ
বার্কশায়ারের উড়োচিঠি
উৎস থেকে পরবাস
স্বপ্নের ক্যানভাস
নব্য ইভের আদিম কাব্য
দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক-এর লেখাসমূহ
কানাডার শিল্পী ও শিল্পকলা : সেকাল ও একাল
কানাডার শিল্প সেই দেশে বসবাসকারী বিভিন্ন জাতির মতোই বহুমুখী এবং বৈচিত্র্যময়। কানাডা তার বিশাল ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্যের জন্য সুপরিচিত, একই সাথে একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় শৈল্পিক ঐতিহ্য গড়ে তুলেছে। আদিবাসী শিকড় থেকে সমকালীন প্রকাশ পর্যন্ত, কানাডিয়ান শিল্প দেশের বিশাল প্রাকৃতিক দৃশ্য, সাংস্কৃতিক মিশ্রণ এবং ঐতিহাসিক ঘটনাসমূহের বর্ণনাগুলিকে প্রস্ফুটিত করে। কানাডার শিল্পের বিবর্তন সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারা যায় এই দেশের শিল্প ঐতিহ্যকে গঠনকারী বেশ কিছু প্রভাবশালী শিল্পীদের কথা।