দিনু বিল্লাহ

জন্ম ভৈরবে ২৯ এপ্রিল ১৯৪৯। পঞ্চাশ এবং ষাট দশকের শেষে ‘টয় হাউজ’ নামক বাড়িটিকে ঘিরে শিল্প সাহিত্যের যে সমাগম ঘটেছে সেখানে দিনু বিলাহ থাকাবস্থায় বহু স্বনামধন্য শিল্পী-সাহিত্যিকের স্নেহ আর সান্নিধ্য পেয়েছেন। ভগ্নিপতি অমর সুরকার শহীদ আলতাফ মাহমুদ মাহমুদের বিপ্লবিক শিল্প-সাংস্কৃতিক চেতনা দিন বিল্লাহ খুব কাছ থেকে নিবিড়ভাবে প্রত্যক্ষ করেছেন। তার প্রেরণায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং পাকহানাদার বাহিনীর হাতে ধৃত হন। দিনু বিল্লাহ সত্তর দশকে সমমনা বন্ধুদের সঙ্গে গড়ে তোলেন শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যানিকেতন, ঢাকা থিয়েটার। এ ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, ছায়ানট এবং ক্রান্তি শিল্পী গোষ্ঠির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। তিনি বর্তমানে কানাডায় নায়েগ্রা অঞ্চলের প্রবাসী। লেখকের বই : কাকাবাবুর টয় হাউজ, একাত্তরের মৃত্যু ছায়াসঙ্গি ইত্যাদি।

দিনু বিল্লাহ’র বইসমূহ

টয় হাউজ থেকে ১৯৭১ মৃত্যু ছায়াসঙ্গী

কাকাবাবুর টয় হাউজ