দয়ালি ইসলাম

দয়ালি ইসলাম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার গুরুত্বপূর্ণ ইংরজিভাষী কবি। তাঁর নাম গ্রিফিন কবিতা পুরস্কার, ট্রিলিয়াম বই পুরস্কার এবং প্যাট লোথার মেমোরিয়াল পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিল।  তাঁর কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হেফট (২০১৯) এবং ইউসুফ অ্যান্ড লোটাস ফ্লাওয়ার (২০১১)। তিনি বাংলাদেশের অগ্রগণ্য চলচ্চিত্রকার সালাউদ্দিন জাকির ভাগনি এবং কবি, অনুবাদক ও শিল্পী নুরুন নাহারের নাতনি। শেলাগ রজার্স (সিবিসি নেক্সট চ্যাপ্টার), মাইকেল এনরাইট (সিবিসি সানডে এডিশন) এবং অ্যান মাইকেলস (সিভিটু ম্যাগাজিন) এর মতো খ্যাতিমানেরা দয়ালির সাক্ষাৎকার নিয়েছেন। ব্যাপক পাঠ, লেখকদের সাক্ষাৎকার শোনা এবং লেখালেখির ভেতর দিয়েই দয়ালি লিখতে শিখেছেন। পাঠকের উদ্দেশে দয়ালির অনুরোধ, ‘আপনিও লিখুন। আপনাকে আমাদের প্রয়োজন।‘