তাহমিনা সুলতানা
তাহমিনা সুলতানার জন্ম ৩ সেপ্টেম্বর, বাংলাদেশের ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে সম্মানসহ স্নাতকোত্তর তিনি । ২০০০ সাল থেকে তিনি কানাডার টরন্টোয় স্থায়ীভাবে বসবাস করছেন।
প্রবাস জীবনের অনুভূতি, আবেগ,উপলব্ধি, মনের বলা, না-বলা কথাগুলো ফুটে উঠেছে তাঁর কবিতায়। প্রকৃতি-প্রেমিক তাহমিনা সুলতানার কবিতায় দেশ প্রেম ও প্রকৃতিপ্রেমও বিশেষভাবে লক্ষণীয়।
তাঁর কবিতা ঢাকা ও টরন্টোর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তাঁর তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০২০ সালে বইমেলায় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘অর্থহীন কথামালা’ প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দখিন হাওয়ায় একলা নদী’। ২০২৩ সালে প্রকাশিত হয়েছে ‘একলা প্রহর’।