তসলিমা হাসান

কবি ও কথাসাহিত্যিক তসলিমা হাসানের জন্ম বাংলাদেশের বরিশালে। স্বামী খ্যাতিমান কবি ইকবাল হাসান।

স্কুল জীবন থেকেই তসলিমার লেখালেখি শুরু। ১৯৯০ সাল থেকে উত্তর আমেরিকা ও বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে চলেছেন।

ইতোমধ্যে প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে নিঃশব্দে নিশীথে, আঁধার কন্যা, প্রস্ফুটিতা, কেউ কেউ কেবল কাঙাল হয়। ‘অপূর্ণ গোধূলি’তাঁর পঞ্চম একক কাব্যগ্রন্থ, ‘চোখের মণি’  তাঁর একটি বিখ্যাত উপন্যাস। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। তিনি ‘সমাজ পরিবর্তনে কবিতা’ গ্রুপের সম্মানিত প্রধান উপদেষ্টা। পেশাগত জীবনের নানা ব্যস্ততার মাঝেও তিনি নিরলসভাবে সাহিত্যচর্চায় নিজেকে নিবেদিত রেখেছেন।

১৯৮০ সাল থেকে তিনি দেশের বাইরে। বর্তমানে কানাডায় চাকরিরত। ত্রিশ বছর যাবৎ আমেরিকান একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরি করছেন।

তসলিমা হাসান-এর বইসমূহ

প্রস্ফুটিতা

তোমার বসন্তের মায়াজালে

চোখের মণি

অপূর্ণ গোধূলি