ড. গোলাম দস্তগীর

ড. গোলাম দস্তগীর ১৯৯০ সাল থেকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা ও গবেষণা করছেন। তিনি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

গোলাম দস্তগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ১৯৮৫ সালে বি.এ. অনার্স ও ১৯৮৬ সালে এম.এ. পাশ করেন। ১৯৯৩  সালে তিনি যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে গমন করেন এবং ১৯৯৮ সালে ইংল্যান্ডের হাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি  করেন। প্রাচ্য ও প্রতীচ্যের তুলনামূলক দর্শন, মুসলিম দর্শন, সুফিবাদ ও বিশ্বধর্মের ওপর তাঁর অসংখ্য প্রবন্ধ আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ও বিশ্বকোষে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক ড. গোলাম দস্তগীর ২০০৮ সাল থেকে কানাডার টরন্টোতে স্থায়ীভাবে বসবাস করছেন।