জামিল বিন খলিল

‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’ – কবি জীবনানন্দ দাশের এই কথার সাথে শতভাগ সহমত জামিল। কবিতা লেখার চেয়ে পড়া আর তারচেয়ে বেশি আবৃত্তি শোনা- খুব প্রিয় তার। সমসাময়িক বিষয়, সামাজিক অসমতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু- লেখালেখির ক্ষেত্রে এইসব বেশি টানে তাঁকে। প্রেম বা  বিরহের বিষাদ নিয়েও লিখছেন। কবিতা লেখা কিংবা কবিতার বই প্রকাশ শুধু নয়, সকল সৃজনশীলতার চর্চায় প্রধান প্রেরণা বন্ধুরা। মুলতঃ তাদের উৎসাহেই তার প্রথম কাব্যগ্রন্থ ‘ও আকাশ তুমি থামো’। একদম স্কুলবেলা থেকেই শিশুকিশোর সংগঠন খেলাঘরের সাথে তিনি সম্পৃক্ত। কানাডায় এসেও গড়ে তুলেছেন ‘খেলাঘর কানাডা’ ও ‘আলো দিয়ে যাই’। সক্রিয় আছেন আবৃত্তি সংগঠন বাচনিক-এর সাথে।  

জামিল বিন খলিল-এর বইসমূহ

ও আকাশ তুমি থামো