জান্নাতুল নাইম
জান্নাতুল নাইম মাধ্যমিক স্কুল থেকেই ছোটগল্প ও কবিতা লেখা শুরু করেন। তারপর অনিয়মিত সাহিত্যচর্চায় পার হয়েছে দীর্ঘ সময়। ২০১৯ সালে কোভিড পলিসির কারণে বাড়ি থেকে কাজের সুবাদে বছর তিনেক হলো ফেসবুকে নিয়মিত কবিতা লিখতে সক্রিয় হয়ে উঠেছেন।
তারপর ২০২২ সালে প্রথম কাব্যগ্রন্থ ‘কবি বাসনা’র প্রকাশ।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাপানের তয়োমা বিশ্ববিদ্যালয় এবং নারা ইন্সটিটিউট অব টেকনোলোজি এবং কানাডার রায়ারসন বিশ্ববিদ্যালয় ও টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে পদার্থবিদ্যা, ইন্জিনিয়ারিং ও এনার্জি ম্যানেজমেন্টে একাডেমিক শিক্ষা সমপন্ন করে বর্তমানে টরন্টো সিটি করপোরেশনে এনার্জি ম্যানেজমেন্ট বিভাগে পেশাগতভাবে নিযুক্ত আছেন।
জান্নাতুল নাইম-এর বইসমূহ
কবি বাসনা
জান্নাতি জুঁই
ঘুমন্ত রোদ্দুর
রাঙ্গামাটির রাজবাড়ি
জান্নাতুল নাইম-এর লেখাসমূহ
কানাডায় বিজ্ঞান: কিছু কথা
উন্নত জীবন ব্যাবস্থায় বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা কানাডা সরকার সব সময় অনুধাবন করে এসেছে। বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে কানাডা সুপেয় পানির যেমন ভাগ্যপ্রসন্ন দেশ তেমনি অন্যান্য প্রাকৃতিক সম্পদেও। OECD (Organization for Economic Co-operation and Development) দেশগুলোকে মধ্যে কানাডা হলো দ্বিতীয় রাংকিং এ আইস্ল্যাণ্ড এর পরেই যার মাথাপিছু পানি ব্যবহার হার হিংসাত্মক পর্যায়ে। এসব বিষয় মাথায় রেখে কানাডা বিজ্ঞানেও লিডিং রোলে অৰ্থাৎ নেতৃত্বের অবস্থানে আছে. অর্থনীতির পাশাপাশি উন্নত জীবনের বড়ো হাতিয়ার যে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সেটা কানাডা শুরু থেকেই বুঝে বিজ্ঞানকে কাজে লিগিয়েছে নানা ক্ষেত্রে।