গুরুপ্রসাদ দেবাশীষ

গুরুপ্রসাদ দেবাশীষ একজন লোকসংগীত শিল্পী ও লেখক । ১৯৮৫ সালে জানুয়ারি মাসে হবিগঞ্জ জেলার  আজমিরীগঞ্জ উপজেলায় জন্ম। ছোটবেলায় বাবার সংস্পর্শে কীর্তন, বাউলগান, আদি লোকগান, পালাগানের পরিবেশে বেড়ে ওঠা।

অষ্টম শ্রেণিতে পড়াকালীন ১৯৯৮ সালে “সিলেট যুগভেরী” পত্রিকায় প্রকাশিত প্রথম ছোটগল্প ‘শীলা দিদিমনি’। ২০০৫ সালে তাঁর সঙ্গীত শিক্ষালয় “গুরুগৃহ” হতে প্রকাশিত ম্যাগাজিন-এ ‘সিলেটের ব্যান্ড সংগীতের ইতিহাস’, ২০১৯ ও ২০২০ সালে অনলাইন পোর্টাল ‘গানপার’-এ প্রকাশিত ‘দোহার ও আমার আত্মিক বন্ধন’, ‘আমার বাবা’, ২০২১-এ লন্ডনের ‘মুক্তআর্টস’-এ হতে ‘ভাটিয়ালি গান ও ভাটি বাংলার জীবনদর্শন’ লেখাগুলো বেশ সমাদৃত হয়। ২০২২ সালে তাঁর সম্পাদিত “শিল্পী সংগ্রামী কমরেড ভবতোষ চৌধুরী” বইটি সংগীত অনুরাগী মানুষদের মাঝে বেশ সারা জাগিয়ে তোলে।

গুরুপ্রসাদ দেবাশীষ-এর বইসমূহ

শিল্পী সংগ্রামী কমরেড ভবতোষ চৌধুরী