কবি জামিল বিন খলিল এবং তাঁর কাব্যগ্রন্থ “ও আকাশ তুমি থামো”
মাহিদুল ইসলাম
জামিল বিন খলিলের প্রথম কাব্যগ্রন্থ ‘ ও আকাশ তুমি থামো’ প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এই ভেবে যে আবৃত্তিপ্রেমী বন্ধুরা এক মলাটে সজ্জিত অনেকগুলো আবৃত্তির জন্য উপযোগী কবিতা পেতে যাচ্ছেন। জামিলের এসময়ের সুলেখা কবিতাগুলো গ্রন্থাকারে পাঠকের হাতে পৌঁছলে নতুন বইয়ের সুঘ্রাণের সাথে তাঁর স্পর্শকাতর কবিহৃদয়ের আবেগ-অনুভূতিও পাঠকের চিত্তকে আন্দোলিত ও মথিত করবে বলে আমার বিশ্বাস। দূর প্রবাসে ব্যস্ত-ভিষন জীবনযাপনেও জামিল প্রিয় মাতৃভূমি আর বাঙালী সংস্কৃতির সঙ্কট ও সম্ভাবনা, স্বপ্ন ও স্বপ্নাহতের বেদনা, আশা-আকাঙ্খা যেভাবে তাঁর পংক্তিমালায় চিত্রিত করেছেন তা হৃদয়গ্রাহী এবং প্রশংসনীয়।
ইতোমধ্যে আমার কণ্ঠে ধারণকৃত জামিলের লেখা ‘একদিন নবনীতা মানবিক ভোর’, ‘একটি ছেলে মুজিব হবে’, ‘ছোট্ট বেলার বন্ধু সবে’, ‘মানুষ’, ‘উজান গাঁয়ের মেয়ে’, ‘ফিরতে হবে একাত্তরে’ শীর্ষক কবিতাসমুহ আবৃত্তিমেলা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়ে আবৃত্তির শ্রোতাদের কাছে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে এবং প্রশংসিত হয়েছে। সহজ সরল শব্দবিন্যাসে, সাবলীল ছন্দে ও নিরবচ্ছিন্ন গতিময়তায় সুনির্দিষ্ট বক্তব্য কাব্যের ভাষায় চিত্রিত করবার স্বভাবসুলভ প্রতিভা প্রকাশের স্বাক্ষর রেখেছেন কবি জামিল বিন খলিল তাঁর সকল কবিতায়। তাঁর অধিকাংশ কবিতাই সকল আবৃত্তিপ্রেমী এবং কবিতাপ্রেমীকে সহজে আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস।
জামিলের কবিতায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও সমাজ চেতনার যে প্রতিচ্ছবি দেখেছি তা আবৃত্তি শিল্পের নতুন প্রজন্মের জন্য সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আমি বিশ্বাস করি। একই সমান্তরালে সমাজ সচেতনতা ও কল্যাণমুখী উজ্জ্বলতর আগামীর স্বপ্ন বিধৃত আছে জামিলের পংক্তিমালায়, আছে প্রেম ও স্বপ্নময় জীবন থেকে ভালোবাসার নিঃশব্দ প্রস্থানে প্রেমাষ্পদের হৃদয়ে জমাট বাঁধা বিষাদ-বেদনা আর নিরব অভিমানের নিষ্কম্প মধুর সুর যা পাঠকহৃদয়কে সহজে আর্দ্র ও আচ্ছন্ন করে তুলবে বলে আমার বিশ্বাস।
কানাডার টরন্টো শহরে বসবাস করছেন জামিল বিন খলিল। তবু তাঁর সংগঠনপ্রিয়তা, কাব্যপ্রেম, শিশু-কিশোর সংগঠন খেলাঘরের কর্মযজ্ঞ, আবৃত্তি সংগঠন বাচনিক-এর সাথে সক্রিয় সম্পৃক্ততা এবং টরন্টো শহরে সংগঠক রুপে সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক অঙ্গণে তাঁর নিরন্তর সাহসী পথচলা আমাকেও উৎসাহ যোগায়, আমাকে অভিভূত করে।
ভবিষ্যতে জামিলের কাব্যসৃজন আরও গতিশীল এবং বহুমাত্রিক হবে- এই প্রত্যাশা আমার।
লেখকঃ আবৃত্তিশিল্পী, প্রশিক্ষক ও সংগঠক