এম এল গনি
এম এল গনি নামে পরিচিতি পেলেও পুরো নাম মোহাম্মদ লোকমান গনি। চট্টগ্রাম জেলার চন্দনাইশে পৈতৃক নিবাস।
প্রথম লেখালেখি শুরু করেন সপ্তম শ্রেণিতে পড়ার সময়। চট্টগ্রামের দৈনিক আজাদী পত্রিকায় ‘রিকশাওয়ালা’ নামে ছোটগল্প প্রকাশ পায় ১৯৭৭ খ্রিস্টাব্দে। বেশ কয়েকবছর ধরে দেশের প্রথম সারির পত্রপত্রিকায় ছোটগল্পের পাশাপাশি সমসাময়িক বিষয়ে কলামও লেখেন। বাংলা ভাষার প্রথম অনলাইন পত্রিকা বিডিনিউজ২৪ডটকম-এ ধারাবাহিকভাবে প্রকাশিত ‘কানাডা অভিবাসনের টুকিটাকি’ সিরিজের লেখক তিনি। ঢাকা একুশে গ্রন্থমেলা ২০১৬-এ প্রথম প্রকাশিত তাঁর গল্পগ্রন্থের নাম ‘কচি চেহারার বিড়ম্বনা।’ বইটি একটি সাহিত্য পুরস্কারও লাভ করেছিল। দ্বিতীয় বইটি দ্রুত প্রকাশের অপেক্ষায়।
বাইশ বছর ধরে কানাডায় বসবাস। স্ত্রী হালিমা আফরিন এডমন্টন পাবলিক স্কুল বোর্ডের শিক্ষক। তাঁদের তিন সন্তান রয়েছে।