ঊষা দাস
ঊষা দাসের লেখা প্রথম বই ‘আমার স্মৃতিতে মুক্তিযুদ্ধের দিনগুলো’ ফেব্রুয়ারি ২০২৪-এ প্রকাশিত হয়েছে। তাঁর জন্ম বাংলাদেশের রাজশাহী শহরে। কিশোর বেলায় পাড়ার পত্রিকায় কবিতা লিখতেন তিনি। মুক্তিযুদ্ধের সময় সে সব হারিয়ে গেছে! বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ কর্মজীবনে ভুট্টার উপর তাঁর গবেষণাপত্র বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলায় ভুট্টার উপর লিফলেট ও বুকলেট লিখেছেন উদ্ভিদ প্রজনন বিভাগের পক্ষে। ইনস্টিটিউট কতৃক প্রকাশিত ‘ভুট্টার উৎপাদন ও ব্যবহার’ নামের একটি বইয়ে তাঁর লেখা তিনটি প্রবন্ধ স্থান পেয়েছে এবং যৌথভাবে বইটির এডিটিং করার সৌভাগ্যও তাঁর হয়েছে।