আহমেদ হোসেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রাক্তন ছাত্র , অদ্যম সাহসী যুবক আহমেদ হোসেন পড়াশোনার পাশাপাশি ১৯৮২-৮৩ সালে “নাট্য শিক্ষাঙ্গন” থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। অভিনেতা, আবৃত্তিকার, নাট্য নির্দেশক , উপস্থাপক এবং সংগঠক আহমেদ আশির দশকে থেকে বাংলাদেশ টেলিভিশন এর একজন তালিকাভুক্ত নাট্যশিল্পী। জড়িত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন , লোক নাট্যদল , বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম , এনজয় ফিল্ম সোসাইটি এর সাথে। বর্তমানে তিনি টরন্টো প্রবাস জীবনে “অন্যথিয়েটার টরন্টো” এবং “অন্যস্বর টরন্টো” নামের নাট্যদল এবং আবৃত্তি দলের প্রধান সংগঠক এবং নির্দেশক। কানাডার ব্যাংক অব মন্ট্রিয়ল -এ কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল এর প্রাক্তনীর স্মৃতি স্মারক ” আগুন ঝরা ফাগুন ভরা সেই সময়” এর সম্পাদক।