আকতার হোসেন
আকতার হোসেন স্কুল জীবনে ছড়া ও কবিতা লিখতেন সাপ্তাহিক ‘দেশ বাংলা’ ও সাপ্তাহিক ‘ঢাকা’ পত্রিকায়। এছাড়াও রেডিওতে ‘খেলাঘর’ ও ‘স্কুল ব্রডকাস্টিং’ এবং টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যখন মুক্তিযুদ্ধে যোগ দেন তখন তিনি হাই স্কুলের ছাত্র। তার লেখা প্রথম গল্প সাপ্তাহিক বিচিত্রায় ছাপা হয়েছিল। আকতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স পাশ করেছেন। ১৯৮৭ সাল থেকে তিনি কানাডার স্থায়ী বাসিন্দা। গল্প প্রবন্ধ উপন্যাস লেখার পাশাপাশি আকতার হোসেন নাটক রচনা ও নির্দেশনা করে যাচ্ছেন। প্রথম নাটক লিখে পেয়েছিলেন আন্তর্জাতিক বাংলা নাট্য প্রতিযোগিতায় (টরন্টো) শ্রেষ্ঠ পুরস্কার। টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘দেশে বিদেশে’ পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি একসময় সাহিত্য সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
এছাড়া তাঁর প্রকাশিত বইগুলো হলো;
স্মৃতির রঙ সবুজ (গল্প সংকলন) প্রকাশক: একুশে বাংলা প্রকাশন
নিরন্তর উড়াল (গল্প সংকলন) প্রকাশক: একুশে বাংলা প্রকাশন
মা তোর বদনখানি মলিন হলে (প্রবন্ধ সংকলন) প্রকাশক: অনন্যা
ওমা আমি নয়নজলে ভাসি (প্রবন্ধ সংকলন) প্রকাশক: নন্দিতা প্রকাশ
মিস্টার প্রেসিডেন্ট (উপন্যাস) প্রকাশক নন্দিতা প্রকাশ