অশোক চক্রবর্তী
অশোক চক্রবর্তী (জন্ম ১৯৩৯) কানাডা-প্রবাসী একজন কবি ও চিত্রী। কানাডাতে আছেন পাঁচ দশকের বেশি সময় ধরে। তিনি একাধারে গল্পকার, গদ্যকার ও নাট্যকার। প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতের তিনি একজন বোদ্ধ সাধকও বটে। সর্বোপরি তিনি একজন মানবতাবাদী। ২০২০ সালে তিনি টরন্টো আন্তর্জাতিক লেখক সম্মেলন (টিফা)-তে অংশগ্রহণ করেন।
তাঁর কবিতা স্প্যানিশ, ফরাসি, জার্মান, তার্কিশ এবং অন্যান্য ভাষায় অনুদিত হয়েছে। তাঁর আঁকা ছবি নিয়ে ১৯টির বেশি একক চিত্র-প্রদর্শনী হয়েছে পৃথিবীর তিন মহাদেশে। ২০১৯ সালে তার অনুবাদে আমেরিকার কৃষ্ণাঙ্গ কবিদের কবিতা প্রকাশিত হয়েছে ‘কালো কবিতা’ নামে। তাঁর কবিতা প্রকাশিত হয়েছে দেশ, কৃত্তিবাস, কবিসন্মেলন ইত্যাদি পত্রিকায়।
পেশায় প্রযুক্তিবিদ আশোক চক্রবর্তী ষাটের বেশি দেশ ভ্রমণ করেছেন।