নিরঞ্জন রায়
নিরঞ্জন রায় পেশায় ব্যাংকার এবং সার্টিফাইড অ্যান্টি-মানিলন্ডারিং স্পেশালিষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে অনার্স ও মাস্টার্স করে বেসরকারি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ল ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি বাংলাদেশে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনেও উপপরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন এবং সরকারি কাজে থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং দক্ষিণ আফ্রিকা সফর করেন। কানাডায় এসে ব্যাংকিং পেশায় নিয়োজিত হন এবং কানাডা থেকে CPA, CMA এবং আমেরিকা থেকে CAMS ডেজিগনেশন লাভ করেন। তিনি বাংলাদেশের একাধিক পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। “ডিজিটাল বাংলাদেশ এবং অনলাইন ব্যাংকিং” এবং “Banking – Developed World’s Perspectiv” তাঁর লেখা দুটো বই।
নিরঞ্জন রায়-এর বইসমূহ
ডিজিটাল বাংলাদেশ এবং অনলাইন ব্যাংকিং
Banking: Developed World’s Perspective
নিরঞ্জন রায়-এর লেখাসমূহ
বারী ভাইকে আজ খুব বেশি মনে পড়ছে
আজ ভাবলে অবাক হই মাহ্ফুজুল বারী আমাদের এই টরন্টো শহরে বসবাস করতেন। এবং আনন্দিত হই তিনি এই শহর নিয়ে গর্ববোধ করতেন। এই শহরের বাঙালি কমিউনিটির গতি প্রকৃতি তাঁর নখদর্পণে ছিল। তিনি ছিলেন আমাদের অভিভাবক, অগ্রনায়ক, সময়ের সাহসী সেনাপতি ও নির্দ্বিধ প্রশ্রয়দাতা বন্ধু। বারী ভাই যুদ্ধ করেছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত: বৈরী সময়ের বিরুদ্ধে যুদ্ধ, সাম্প্রদায়িক দাবানলের বিরুদ্ধে যুদ্ধ, সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ, প্রকৃত মননশীল ও মানবিক মানুষ হয়ে উঠার বাঁধার বিরুদ্ধে যুদ্ধ।